সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন আয়োজিত "পলিসি ক্যাফে- জনস্থানে নারীর নিরাপত্তা"-এ ডিইউএলপিআরের অংশগ্রহণ



৮ ই আগস্ট ২০২২ তারিখে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে "জনস্থানে নারীর নিরাপত্তা" (Women's Safety in Public Places) শীর্ষক পলিসি ক্যাফে অনুষ্ঠিত হয়। 


বিভিন্ন যুব সংগঠন এবং তরুণ প্রতিনিধিদের মধ্যে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ল' এন্ড পলিটিক্স রিভিউ (DULPR) এর সদস্যরাও আলোচনা সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। 


দেশব্যাপী নারী নিরাপত্তা বিষয়ক ক্যাম্পেইনের অংশ হিসেবে এটি - ইয়াং বাংলা, সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন(CRI), ইউএনডিপি (UNDP) এবং জাতীয় মানবাধিকার কমিশনের একটি সম্মিলিত প্রচেষ্টা। 


বিভিন্ন সেক্টরের স্টেকহোল্ডারদের সমন্বয় করার প্রয়াসে মূল আলোচনায় প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম, বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ডিআইজি আমেনা বেগম, বাংলাদেশ নারী প্রগতি সংঘের প্রতিষ্ঠাতা রোকেয়া কবির,  ইউএনডিপি বাংলাদেশ ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ভ্যান নুয়েন সহ আরো অনেক বিশেষ ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানের শুরুতেই উপস্থাপন করা হয় তরুণ নেতৃত্বে পরিচালিত ১০ জেলাব্যাপী নারীর নিরাপত্তা বিষয়ক ক্যাম্পেইন এর অভিজ্ঞতা, অভিযোগ, ফলাফল এবং পরামর্শসমূহ। কর্মশালার মাধ্যমে সে সমস্যাগুলো অধিক হিসেবে চিহ্নিত হয়, তার মধ্যে ছিল পিতৃ-শাসিত মনোভাব, ভীতির সংস্কৃতি, কুরুচিপূর্ণ বিনোদন মাধ্যম, আইন এবং বিচারকার্য বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা, নারী বান্ধব সেবার অপ্রতুলতা সহ আরো কিছু পর্যবেক্ষণ। 


অনুষ্ঠানটিতে বক্তা এবং প্যানেলিস্টদের অংশগ্রহণমূলক আলোচনায় মূল যে সুপারিশগুলো প্রাধান্য পেয়েছে তাতে আইন ও পলিসি সংশোধন ও অন্তর্ভুক্তকরণ, জেন্ডার সেনসিটিভ প্রশিক্ষণ এর ব্যাপকতা বৃদ্ধি, প্রাথমিক শিক্ষা ও সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে সঠিক যৌন শিক্ষা নিশ্চিতকরণ এবং সর্বোপরি সমাজের সব স্তরের মানুষের মননশীলতা উন্নয়নের ক্ষেত্রে জোর দেয়া হয়েছে।  


যুব প্রতিনিধিদের নানান ধরনের প্রশ্নের উত্তর দেয়ার মাধ্যমে উপস্থিত নীতি নির্ধারণগণ বাস্তব ও কার্যকর আইন প্রণয়ন, সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বয়ের মাধ্যমে দ্রুততার সাথে নারী সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন। এক্ষেত্রে ডিইউএলপিআর এর মতো অন্যান্য তরুণ সংগঠনগুলোর সক্রিয় ও অংশগ্রহণমূলক উপস্থিতি অনেক গুরুত্বপূর্ণ বলেও তারা মন্তব্য করেছেন।  


প্রতিবেদক: রাবেয়া সাথী, এডিটর,ঢাকা বিশ্ববিদ্যালয় ল' এন্ড পলিটিক্স রিভিউ।



Post a Comment

0 Comments